March 24, 2023, 9:09 am

নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গেঞ্জির মিল নামক স্থানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মোঃ খোরশেদ আলম (৫৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক খোরশেদ আলম সদর উপজেলার দোগাছী হঠাৎপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উল্লেখিত স্থানে রানীনগর থেকে আসা ট্রাক রাণীনগর দিকে যাওয়া ভ্যানকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ট্রাকটিকে পথচারীরা মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে বাইপাস সড়কে আটকাইলে চালক পালিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD