স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উল্লেখিত স্থানে রানীনগর থেকে আসা ট্রাক রাণীনগর দিকে যাওয়া ভ্যানকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ট্রাকটিকে পথচারীরা মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে বাইপাস সড়কে আটকাইলে চালক পালিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।