March 22, 2023, 1:46 pm
নওগাঁ প্রতিনিধি: র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁয় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইনসহ মোঃ মাসুদ করিম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাত আড়াই টার দিকে পত্নীতলা উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ করিম ওই এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে। শুক্রবার ১৭ মার্চ দুপুর তিন টার দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মাসুদ মোল্লাপাড়া এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের ওপর তার আধিপত্য বিস্তার করে নিয়মিত হেরোইনের ব্যবসা করে আসছিল। তার কর্মকান্ডের উপর র্যাব দীর্ঘদিন নজর রাখে।
তারই ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃতে একটি অপারেশন দল জেলার পত্নীতলা উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ করিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান আগ্নেয়াস্ত্র ও উক্ত পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামীর সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।