March 25, 2023, 7:30 am
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১০নভেম্বর বিকেল পাঁচটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে প্রায় ৫ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১১নভেম্বর দুপুর দু টায় রাণীনগর থানা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: গাজিউর রহমান পিপিএম।
গ্রেফতারকৃতরা হলেন, মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে সান্টু (২৩), পারসিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুর রহমান রনি (২৫), পশ্চিম দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে অপু (২৮), আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মফিজ সরদারের ছেলে মামুনুর রশিদ ওরয়ে মন্টু (৩২) ও হাটকালুপাড়া গ্রামের আনোয়ারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাণীনগর সদরের হাসপাতাল গেট এলাকায় সুফিয়া মার্কেটে হানিফ মোবাইল শোরুমে কেচি গেট ও সাটারের তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা ওই দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় রাণীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর একটি মামলা হয়। এছাড়া আরো কয়েকটি এলাকায় চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এসব ঘটনায় বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
তিনি জানান, এরপর পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমার নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রকিবুল হাসান ইবনে রহমানের তত্বাবধানে রাণীনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দু’দিনের অভিযানে বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক যার নং ঢাকা মেট্রো ন-১৫৯৯২৭ জব্দ এবং চোরাই মোটরসাইকেল ও নতুন মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। চোরের দল বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অটোরিকশা, দোকানে ও মূল্যবান সম্পদ চুরি করে আতœগোপনে ছিলো। গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের করে রিমানন্ড আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজাসহ অনেকেই।