March 25, 2023, 7:30 am
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পত্নীতলায় শনিবার রাতে নজিপুর পৌর এলাকার মামুদপুর মোড়ে দুর্বুত্ত কর্ত্তৃক আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্য এই ভাংচুর চালিয়েছে তা জানা যায়নি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নজিপুর পৌর সভার মেয়র রেজাউল কবির চৌধুরী জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় অন্তত ৪জন মুখোশধারী ব্যক্তি মামুদপুর মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাংচুর চালায়। এ সময় তাঁরা অফিসের চেয়ার-টেবিল ও টিভি সেট ভাংচুর করে। তিনি আরো জানান, বিএনপি-জামায়াত চক্র অশুভ উদ্দেশ্যে ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই ভাংচুর চালিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে বলেও তিনি জানান।
এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান। তিনি এলাকায় বাইরে আছেন। তবে ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছেন।