March 24, 2023, 10:05 am

নওগাঁয় কতুববাগীর আগমন ও অনন্যা অ্যাস্ট্রোলজির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কতুববাগীর আগমন ও অনন্যা অ্যাস্ট্রোলজির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের টেনিস ক্লাবের সামনে পৌরসভার গেট সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনন্যা অ্যাস্ট্রোলজির উদ্বোধন করেন নকশবন্দী, মোজাদ্দেদী কুতুববাগী পীর কেবলাজানের পীর আলহাজ্ব সৈয়দ জাকির শাহ।

এসময় উপস্থিত ছিলেন অনন্যা বিপণী ও অনন্যা অ্যাস্ট্রোলজির পরিচালক (স্বত্বাধিকারী) সুফি কাজী বাবুল, তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বাচ্চু, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

এসময় আলহাজ্ব মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ কতুববাগী বলেন, প্রত্যেকের ভেতরে আল্লাহ আছেন। আমরা খুঁজিনা। যারা জিকির করে তারা জাকের। আত্মশুদ্ধি, দিলজিন্দা ও ইবাদতে হজুরী অর্জনের শিক্ষা নিয়ে আখেরী নবীর সত্য আদর্শের পথে আসতে হবে সবাইকে। মহান আল্লাহর হুমুক-আহকাম মেনে চলতে হবে। দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ কামনায় মোনাজাত করেন দরবার শরিফের পীর আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী কেবলাজান।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD