April 1, 2023, 11:36 pm
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে ১ কেজি ৯’শ পঞ্চাশ গ্রাম গাঁজাসহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, সোমবার বিকাল হতে দিবাগত রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই নুরুল ইসলাম, চাঁদ আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালান। অভিযানে উপজেলার মধুগুড়নই গ্রামের আব্দুস ছালামের ছেলে আকাশ প্রামানিক একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহবুর রহমান ও মোশারফ প্রাং এর ছেলে তৌহিদ প্রামানিককে বেওলা গ্রাম এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়। একই স্থান থেকে উপজেলার পাঁচুপুর গ্রামের স্বপন চন্দ্র পালের ছেলে নয়ন চন্দ্র পালকে ৫০গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এছাড়া বান্দাইখাড়া গ্রামের মৃত মানিক উল্লাহ প্রাং এর ছেলে মাসুদ রানাকে ওই গ্রাম থেকে ১’শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। অপরদিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কেল্লাপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে নবীয়ুত ইসলাম ও একই উপজেলার ছাতনী গ্রামের কালাম প্রাং এর ছেলে সাজ্জাতকে উপজেলার সাহাগোলা হতে ৮’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলায় মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ১কেজি ৯’শ পঞ্চাশ গ্রাম গাঁজাসহ ওই সাত জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।