March 24, 2023, 9:16 am

নওগাঁয় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পিআইওদের স্মারকলিপি প্রদান

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য ৪ দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (পিআইও) কর্মকর্তা-কর্মচারিরা।

জেলার ১১টি উপজেলার পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

এ সময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম , মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, পোরশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সাগর, সাপাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আকতার, রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে , গত সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ সদরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও ১১টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অর্ধদিবস কর্মবিরতি পালন করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ এই কর্মবিরতি ডাক দেয়।

পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারিদের পদ নাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দ্বায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুর রহমান বলেন, তার অফিসে অন্তত ১৪/১৫জন জনবল প্রয়োজন। কিন্তু তারা সেখানে বর্তমানে মাত্র ৬জন কাজ করছেন। একই অবস্থা জেলার অন্য ১০টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়েও। তিনি আরো বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আরো কঠোর কর্মসূচিতে ঘোষনা করবে।

 

নওগাঁ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD