March 25, 2023, 7:59 am
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেন এর উদ্যোগে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী বাজারে ২শত জন অসহায়-শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়।
এসময় মোয়াজ্জেম হোসেন বলেন, গত কয়েকদিন ধরে নওগাঁয় প্রচন্ড শীত পড়েছে। এই শীতে অসহায় মানুষদের গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করা কষ্টকর হচ্ছে। তাই তাদের জন্য আমার এই সামান্য উপহার। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সমাজসেবক মাওলানা আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মনসুর রহমান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মাওলানা হায়দার আলী, আবু বক্কর সিদ্দিক আরিফ মতিউর রহমান প্রমুখ।