April 1, 2023, 10:36 pm
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আইনি সহায়তা কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রশিকা নওগাঁ উন্নয়ন এলাকার আয়োজনে নওগাঁর তৃনমূল উন্নয়ন কেন্দ্রে প্রশিকার প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও প্রশিকার নওগাঁ-বগুড়া ও রাজশাহী জোনের বিভাগীয় ব্যবস্থাপক এ্যাড. জসিম উদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার বিভাগীয় প্রধান আইন সহায়তা কর্মসূচির উপ-পরিচালক এ্যাড. মো. আনিছুর রহমান (কাজল)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জজকোর্টের আইনজীবী এ্যাড. সাহিন কাদির ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বাংলাদেশ পরিসংখ্যান বুরো নওগাঁর উপ-পরিচালক ফয়সাল হাসান, নওগাঁ জজকোর্টের আইনজীবী এ্যাড. কাজী মো. আতিকুর রহমান। সভায় প্রশিকার দেড় শতাধিক সদস্যসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বাহিরে সরকারের পাশাপাশি প্রশিকাও বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে আসছে। তাই যে কোন সুবিধাভোগীরা প্রশিকার কাছ থেকে যে কোন বিষয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
তবে নিজেদের মধ্যে সমঝোতাটি সঠিক থাকলে দাম্পত জীবনটি অনেক সুখের হয়। তাই ছোট-খাটো ভুলের কারণে একটি সংসার ভেঙ্গে যাবে কিংবা মিথ্যে কোন অভিযোগের কারণে স্ত্রীকে অহেতুক নির্যাতন করা থেকে আমরা সকলেই যদি একটু সরে আসি তাহলে বাংলাদেশে নারী নির্যাতন অনেকটাই কমে আসবে।