March 24, 2023, 9:53 am

নওগাঁয় বিএনপির গণমিছিল

নওগাঁ প্রতিনিধি: কর্ত্বতৃবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগসহ ১০দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদ জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে নওগাঁয় বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ২৪ডিসেম্বর জেলা বিএনপি এ গণমিছিল ও সমাবেশে আয়োজন করে।

এদিন দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে গণ মিছিল বের করে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে গানে গানে মুখরিত করে সমাবেশস্থল। গণমিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম, মামুনুর রহমান রিপন, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক, শফিউল আজম রানা, বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, মহিলা দলের সভাপতি সিমা চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ছাত্র দলের সভাপতি রুবেল হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD