March 25, 2023, 8:10 am

নওগাঁয় ব্যবসায়ীর চাঁদা দাবীর মামলায় আটক-২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ক্যাবল নেটওয়ার্ক (ডিস ব্যবসা) ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেগুনজোয়ার গ্রাম থেকে তাদের আটক করে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। ডিস ব্যবসায়ি আশরাফুল ইসলাম উপজেলার আধাইপুর ইউনিয়নে বৈকন্ঠপুর গ্রামের মৃত ছামসুর রহমান এর ছেলে।

আটককৃতরা হলেন- উপজেলার সাহারপুর গ্রামের মোজাহার এর ছেলে রিপন হোসেন(২৮) এবং বেগুনজোয়ার গ্রামের খোঁকা’র ছেলে সাইদুল হোসেন(৩৯)।

মামলা সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম এর উপজেলার আধাইপুর ও বিলাশবাড়ী ইউনিয়নে ক্যাবল নেটওয়ার্ক (ডিস ব্যবসা) এর ব্যবসা রয়েছে। পারসোমবাড়ি বাজারে তার ডিস ব্যবসা পরিচালনার জন্য অফিস রয়েছে। সাহারপুর গ্রামের রিপন হোসেন ও বেগুনজোয়ার সাইদুল হোসেন এবং বিলাশবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামের রাসেল হোসেন(৩২) দীর্ঘদিন থেকে তার কাছে চাঁদা দাবী করে আসছিল। সাইদুল হোসেন এক সময় আশরাফুল ইসলাম এর কর্মচারী ছিলেন। বর্তমানে তাকে ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে। এছাড়া পরিকল্পিত ভাবে তারা ডিসের মেশিন ও তার চুরি করে।

গত ২০/১১/২২ তারিখে বিকেল ৩টার দিকে আশরাফুল ইসলাম এর নিকট তারা ৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। বাধ্য হয়ে তাদের ১ হাজার টাকা দেন আশরাফুল ইসলাম। এছাড়া আরো ৫লাখ টাকা চাঁদা দাবী করা হয়। দাবীকৃত টাকা না দিলে ক্যাবল কেটে দেওয়া সহ বিভিন্ন ভাবে হুমকি দেয়া হয়। সাইদুল হোসেন তার কর্মচারী থাকা অবস্থায় রিপন হোসেন ও রাসেল হোসেন এর সাথে যোগসাজস করে তার, মেশিন ও অন্যান্য মালামাল ক্ষতি সাধন করে। এতে আশরাফুল ইসলাম এর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। অবশেষে বাধ্য হয়ে আশরাফুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, একজন ডিস ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর রিপন হোসেন ও সাইদুল হোসেন নামে দুই আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD