April 1, 2023, 10:41 pm
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মুনছুর রহমান (৪০) নামে এক চানাচুর বিক্রেতা হত্যাকান্ডের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের বাবা বদর উদ্দিন কবিরাজ বাদী হয়ে বুধবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলার চক-কালিকাপুর গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম বুধবার রাত থেকে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন। তবে পুলিশ এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় চানাচুর বিক্রেতা মুনছুর রহমানের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলমত হিসেবে একটি মাফলার জব্দ করেছে পুলিশ।
তিনি আরও বলেন, এরই মধ্যে হত্যাকান্ডের মোটিভ উদঘাটন করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। খুব শিঘ্রই জড়িতদের আটক করে আইনের আওতায় নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বদর উদ্দিন কবিরাজের ছেলে চানাচুর বিক্রেতা মুনছুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান চক-কালিকাপুর গ্রামের জাহাঙ্গীর আলম। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে গোয়ালমান্দা গ্রামের মাঠে একটি ইউক্যালিপ্টাস বাগান থেকে মুনছুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।