March 24, 2023, 9:42 am

নওগাঁয় সাংবাদিক রাশেদের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে রাতের আধারে সাংবাদিক রাশেদ এর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার মধ্য দিয়ে অবিলম্বে শাস্তির আওতায় আনতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক মহল। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জজ কোর্টের সামনে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সেখানে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি একাত্মতা ঘোষণা করে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য প্রদানকালে বলেন, সারাদেশব্যাপী সাংবাদিক মহলের উপর প্রতিনিয়ত হামলা, নির্যাতন হচ্ছে। যার একটি উদাহরণ নওগাঁর সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ এর উপর হামলা। রাতের আধারে তার উপর বর্বরোচিত হামলা করেছে সন্ত্রাসীরা। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও রাশেদুজ্জামান এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে আশংকায় আছেন। কারণ ইতিমধ্যে ১ জন আসামীর জামিন হয়েছে। আর দুইজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাই অবিলম্বে আসামীদের গ্রেফতারের মধ্য দিয়ে শাস্তির আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

এসময় জেলার শতাধিক সাংবাদিক এবং স্থানীয় সচেতন সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক, নওগাঁ বরাবরে একটি স্মারকলিপি দেন সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD