March 25, 2023, 7:21 am

নওগাঁয় সুবিধা বঞ্চিতদের জন্য স্থায়ী আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষদের আবাসনের জন্য বেলাশেষে সমাজ কল্যাণ সংস্থার স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
গতকাল ১৯ নভেম্বর সন্ধা ৬ ঘটিকায় বেলাশেষে সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তসলিমা ফেরদৌসের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নওগাঁ খালিদ মেহেদী হাসান পিএএ। আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলের সদস্য সোমা মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বক্তব্যে বলেন বেলাশেষে সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমে অনুপ্রেরণায় প্রতিষ্ঠানে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার আসস্ত করেন ও এছাড়া খাদ্যমন্ত্রী উক্ত প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD