April 1, 2023, 10:48 pm

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

নওগাঁয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি পুনরায় চালুর দাবীতে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ ডাটাবেজকৃত ৭৪৫৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি পুনরায় চালুর দাবীতে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নওগাঁ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভীমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই মতবিনিময় সভা উদ্যোগ গ্রহণ করেন।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক। মোঃ জহুরুল সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসাইগাড়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, পীরপালি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, নিওতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুর রশিদ, আতাইকুলা সিদ্দিকীয়া কাফিলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ দুলাল হোসেন, সারতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোঃ নূরুল ইসলাম, বাউল্লাপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোঃ এখলাস উদ্দিন, মহাদেবপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোঃ মতিউর রহমানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ১৯৭৮ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমুহকে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাল মিলাতে এনসিটিবি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় বাংলা, ইংরেজী, বিজ্ঞান, গণিতসহ কোরআন এবং আরবী ভাষা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাইমারীর ন্যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন উর্ত্তীণ হওয়ার পর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।

প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উপ-বৃত্তি শুরু থেকে চালু থাকলেও বর্তমানে অজানা কারণে বন্ধ রয়েছে। যা পুনরায় চালু করা না হলে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর বন্ধ হয়ে যাবে। তারা বলেন, ১৯৯৪ সালে রেজিষ্টার্ড প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। কিন্তু রেজিষ্টার্ড প্রাইমারী শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি করার পর ২০১৩ সালে জাতীয়করণ করেন।

অথচ মাত্র ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রধান শিক্ষক ২৫০০/- এবং সহকারী শিক্ষক ২৩০০/- টাকা নামমাত্র ভাতা পায় যাহা এই দ্রব্যমূল্যের বাজারে অমানবিক। বাকী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কোন বেতন ভাতা পান না। যারা বর্তমানে মানবেতন জীবন যাপন করছে। ডাটাবেজকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি পুনরায় অনতিবিলম্বে চালু করার জন্য মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জোর জানানো হলো।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD