March 26, 2023, 3:03 pm

নন্দীগ্রামে নব-নির্বাচিত এমপি তানসেনকে সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত রোববার রাতে এমপির বাসভবনে ব্যক্তিগত অফিসে নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামবাসী এ সংবর্ধনা দেয়।

এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন। নামুইট মহল্যার শতাধিক জনতাকে সঙ্গে নিয়ে দুইবারের নির্বাচিত এমপি তানসেনকে সংবর্ধনা দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিরুল ইসলাম। এদিন নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD