March 24, 2023, 10:08 am
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নাটোর নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার দিনব্যাপী বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ আকরামুল হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার , সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকি, নলডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার,নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম পলাশ, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ কিশোয়ার হোসেন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলার আওয়ামী সাবেক সভাপতি রইস উদ্দিন রুবেল ও সাবেক সাধারণ সম্পাদক তোহিদুর রহমান লিটনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সংসদ সদস্য শিমুল বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপের খোঁজ খবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
নাটোর প্রতিনিধি