September 23, 2023, 6:57 pm

News Headline :

নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির‌ বিরুদ্ধে ষড়যন্ত্র

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজের সভাপতি বিরুদ্ধে ষড়যন্ত্র করে হটানোর চেষ্টা করছে একটি মহল।

জানাযায়, সোনাপাতিল মহিলা কলেজ সভাপতি হবার জন্য অনেক জন চেষ্টা করেছিলেন কিন্তু হতে পারেনি। নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এর ব্যাক্তিগত সহকারী খন্দকার আরাফ মাহাতাব প্লাবন সভাপতি হবার পর থেকে কলেজের অবকাঠামো উন্নয়ন ও সুশৃংখল ভাবে, বিধি মোতাবেক , সুনামের সাথে কলেজ পরিচালনা করে আসছেন। সভাপতি হতে না পারার কারণে একটি মহল এমপি রত্না আহমেদ ও কলেজ সভাপতি খন্দকার আরাফ মাহাতাব প্লাবনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি মহল। সামনে যেহেতু কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিতে হবে, এই কারণে সভাপতি কে সরাতে মরিয়া উঠেছে একটি মহল।

ষড়যন্ত্র অংশ হিসাবে বুধবার বেলা সাড়ে ১০ টার উপজেলার নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজের সামনে একটি মহল মানববন্ধন করলে, সেখানে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা যায়নি।

কলেজ সভাপতি খন্দকার আরাফ মাহাতাব প্লাবন বলেন,গত ৩১ মে নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম সাথে হিসাবরক্ষক কামরুল ইসলাম আজাদ ব্যক্তিগত কারণেই ভুল বুঝাবুঝির সময় হাতাহাতি ঘটনা ঘটে। এ বিষয়ে কলেজের পক্ষ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলেজের ও শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি মোতাবেক দেওয়া হয়েছে এখানে অনিমের কোন সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD