March 26, 2023, 2:45 pm

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

নাটোরের লালপুরে আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনটি বিকল রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

রোববার (১১ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিএম অসীম কুমার জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠ্যৎ ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায়। এসময় স্টেশন কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করেন।

ইঞ্জিন বিকল হওয়ায় ইতিমধ্যে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন রওনা হয়েছে।ইঞ্জিন আসলে পুনরায় ট্রেনটি যাত্রা শুরু করবে।

তিনি আরও জানান, ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ থেকে ধোয়া বের হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

নাটোর প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD