March 24, 2023, 9:19 am

না ফেরার দেশে শিক্ষানুরাগী জেলা ও দায়রা জজ তাজ মোহাম্মদ শেখ

কারিমুল হাসান লিখন, ধুনট: বগুড়া জেলার ধুনট উপজেলার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, মথুরাপুর জিএমসি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী তাজ মোহাম্মদ শেখ ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি…..।

সোমবার সকাল ১১.৩০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল মঙ্গলবার ১ নভেম্বার সকাল ৯.৩০ টায় ধুনট উপজেলার জিএমসি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD