March 24, 2023, 8:38 am
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে উদ্ধার হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আত্রাই নদী থেকে একটি শিশু এবং দুপুরে ঢেপা নদী থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে আড়াই বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিশুটি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে সুব্রত রায়। দুপুরে বীরগঞ্জ পৌরশহরের স্লুইসগেট ঢেপা নদীতে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। সে বোদা উপজেলার কাউয়াখাল গ্রামের সহিনের স্ত্রী সুমিত্রা (৪৫)। লাশ সনাক্ত করেছেন তার ছেলে বিজয়।
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)