March 26, 2023, 3:09 pm

পত্নীতলায় পাঁচ ভূয়া চিকিৎসক গ্রেপ্তার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর বাজার এলাকা হতে ৫ জন ভূয়া চিকিৎসক কে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৪৫ টায় র‍্যাব-৫, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশন বিহীন ভূয়া ডাক্তার উপজেলার পুঁইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে চপল চৌধুরী (২৬), চকশিবরামপুর গ্রামের ভক্তভূষন সরকারের ছেলে গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) নজিপুর পুরাতন বাজার এলাকার শহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার হোসেন (২৯) সূত্রে জানা যায় তাদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারে নাই।

তারা চিকিৎসার প্রেক্ষাপট সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিল। এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তারা সবাই মেডিকেল দোকান চালাচ্ছিলেন এবং কয়েক বছর ধরে অনুশীলন করছিলেন। এসব বিভিন্ন অপরাধে তাদের আটক করেছে। পরবর্তিতে আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ ওসি পলাশ চন্দ্র দেব বলেন তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD