April 2, 2023, 12:06 am
“সেফ ড্রাইভ, সেফ লাইফ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় নজিপুর বাইক রাইডারস এর ২য় বষর্পূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (১অক্টোবর) রাতে নজিপুর মুগ্ধ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র রেজাউল কবির চৌধুরী, ওসি শামসুল আলম শাহ্, নজিপুর বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক এজেড মিজান, মেঘলা মটরস এর স্বত্বাধিকারী আরাফাত হোসেন,এল এম মটরস স্বত্বাধিকারী লিংকন, সৈকত এন্টার প্রাইস এর স্বত্বাধিকারী সৈকত। এনবিআর এর এ্যডমিন মেজবাউর রহমান,শাহারিয়ার শান্ত,রাশেদ,সুমন,সহ অন্যান বাইকার সদস্যগন সাংবাদিক সুধিজন প্রমূখ।
এনবিআর এর ২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে মটরসাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা, অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান, কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয় বাইকারদের মিলন মেলা।
এসময় ওসি শামসুল আলম শাহ্ দূর্ঘটনা সম্পর্কে সচেতন করে বলেন দূর্ঘটনা ঘটার পরে হুইল চেয়ারে বসে সতর্ক থাকার চেয়ে আগেই সতর্ক হয়ে বাইক চালানো ভাল, বাইকের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্রের নির্দেশনা বিষয়ে বক্তব্য রাখেন, অতিথিবৃন্দ সকলেই সাবধান ও সচেতনতার সাথে বাইক চালানোর পরামর্শ দেন। এর পর লোকাল বয়েজ ব্যান্ডের পরিবেশনায় রাত ১০ টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ)