May 28, 2023, 8:10 pm

পবিত্র রমজান উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নওগাঁ জেলার সন্মানীত ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে জেলা পুলিশের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

আসন্ন রমজান মাসে নওগাঁ শহরেকে যানজটমুক্ত রাখা, জানমাল নিরাপদ রাখা, ক্রেতা সাধারণ যাতে নিশ্চিন্তে বাজারে কেনাকাটা করতে পারেন সে ব্যাপারে পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করা হয়। দ্রব্যমুল্য স্থিতিশীল রাখা, ব্যাঙ্ক চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর, চেম্বারের পরিচালক অমিয় কুমার, হোটেল ব্যবসায়ী নেতা সালাহ উদ্দিন পারভেজ, বস্ত্র ব্যবসায়ী নেতা মতিউর রহমান, ব্যবসায়ী নেতা সিরাজুল ইসলাম, কাজী জিয়াউর রহমান বাবলু, ক্রোকারিজ ব্যবসায়ী নেতা হাসানুজ্জামান চৌধুরী নান্নু. ঔষধ ব্যবসায়ী স্বপন কুমার পোদ্দার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, রিফাত হোসেন সবুজ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD