March 25, 2023, 8:02 am

পলাতক আসামী কারাগারে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৬টি মামলার সাজাভুক্ত পলাতক আসামী আমির হোসেনকে আটক করেছে থানা পুলিশ। আমির হোসেন উপজেলার উদয়পুর গ্রামের রেকায়েত আলীর ছেলে। আসামী মামলায় সাজা হবার পূর্ব থেকে পলাতক ছিলেন। ১১ ডিসেম্বর রোববার বিকেলে আসামীকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চেক দিয়ে ঋণ করে তা পরিশোধ না করে আমির হোসেন নিরুদ্দেশ হয়। পাওনাদার দীর্ঘ দিন অপেক্ষা করে কোন ফল না পেয়ে নওগাঁ কোর্টে মামলা করেন। সাজাকৃত মামলা নম্বরগুলো হলো সি আর ৩৮৯/১৮, ৩৮৮/১৮, ৩৯০/১৮, ৫১/২০, ৪৮/২২ এবং ২১০/২২।

মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, একাধিক মোবাইল নম্বর ট্যাকিং করে জানতে পারি আসামী টাঙ্গাইলে ছদ্দ নাম ব্যবহার করে ব্যবসা করছেন। তার অবস্থান সনাক্ত করে গত ১০ ডিসেম্বর রাতে সেখানকার একটি হোটেল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, কোর্ট থেকে আদেশ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে আটক করা হয়। তাঁকে রোববার বিকেলে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD