March 24, 2023, 9:48 am

পলাশবাড়ীতে নেশাজাতীয় ইনজেকশনসহ লেবু প্রধান আটক

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।
আটক লেবু প্রধান (৪৫) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত-বাচ্চা মিয়ার ছেলে।

র‍্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদর পোস্ট অফিস এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১ হাজার ৬২০ পিস ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান,তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লেবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD