March 24, 2023, 8:34 am

পাটগ্রামে বিলুপ্ত ছিটমহলে জনতা ব্যাংক বাউরা শাখার ঋণ বিতরণ 

পাটগ্রাম লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের  অধুনালুপ্ত ১১৯ নং বাঁশকাটা ছিটমহলে  জনতা ব্যাংক  লিঃ বাউরা শাখার আয়োজনে প্রকাশ্যে কৃষি  ঋণ বিতরণ কর্মসূচি এবং আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সাক্ষরতা বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার (১৬নভেম্বর ) বিকেলে  বাঁশকাটা দয়ালটারী মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  লালমনিরহাট জেলার  ভারত – বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক  মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক  লিমিটেড কুড়িগ্রাম এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ( এরিয়া ইনচার্জ)  এ,কে,এম  সামছুল আলম, সহকারী মহাব্যবস্থাপক সুশান্ত কুমার রায়, জনতা ব্যাংক বাউরা শাখার ব্যবস্থাপক মোঃ সায়েদুর রহমান,  উক্ত  প্রতিষ্ঠানের প্রধান  শিক্ষক আব্দুর রকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD