May 28, 2023, 8:42 pm

পাটগ্রামে ৯৩ পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া বাড়ী-জমি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভূমি ও গৃহহীন ৯৩ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

বুধবার  (২২ মার্চ)সকাল ১১ টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

বুধবার শহীদ আফজাল মিলনায়তন থেকে সুবিধাভোগীরা সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসময় ৯৩ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া সনদ, জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

জানা গেছ, আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় সারা দেশে  চতুর্থ পর্যায়ে  ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশের ২১১টি উপজেলা পুরোপুরি ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন। এরমধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৯৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সনদ, জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর দেওয়া হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পাটগ্রাম  উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান , উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম, পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন মো. আসাদুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD