September 23, 2023, 5:19 pm

News Headline :

পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু পাচারকারী রাখাল আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত রাখালের নাম আলমগীর হোসেন (৩৫) তিনি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা (ধারাকান্ত) গ্রামের আইয়ুব আলী ওরফে জসমুদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৮ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের দৈয়ারটারী গ্রাম সীমান্তের ৮০৫ নম্বর প্রধান পিলারের ১১ নম্বর উপপিলার এলাকায়। আহত রাখাল গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক হোসেন।

সীমান্ত সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় পাটগ্রাম  উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের দৈয়ারটারী গ্রাম সীমান্তের  ৮০৫ নম্বর প্রধান পিলারের  এবং ১১ নম্বর উপপিলারের নিকট দিয়ে ৮-১০ জনের একটি গরু পাচারকারী  দলের সদস্যরা ওই সীমান্তের ওপারে  ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ী থানার আদিবাসীপাড়া গ্রাম সীমান্তের কাটাতারের বেড়া ভেত করে গরু আনা – নেওয়ার চেষ্টা করে। এ সময় ভারতের কোচবিহারের ৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বাজেজামা ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পাচারকারীদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় বিএসএফের ছোড়া গুলিতে আলমগীরের হাঁটুর নিচে গুলি লেগে আহত হন।  পরে তাঁর সাথে থাকা অন্য সঙ্গীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপনে  রংপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যান।

জগতবেড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক হোসেন বলেন, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে তাদের কাউকে পাইনি। তবে শুনেছি গরু আনতে গিয়ে আলমগীরের পায়ে গুলি লেগে আহত হয়েছেন। ‘

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান ও কলসিরমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।,

এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমি বিষয়টি জানি না , জেনে জানাবো।,

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD