March 26, 2023, 3:39 pm

পিতাকে খুন করে পুত্রের আত্মসমর্পণ

এ,কে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকায় এক ব্যাংকার ছেলের হাতে তার বাবা খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম ফজলে আলম (৫৮)। তিনি জেলার পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা।

অভিযুক্ত ব্যক্তি নিহতের ছেলে গোলাম আজম (২৯) রোববার ৫ই ফেব্রুয়ারি রাত ৩টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাবাকে হত্যার পর ছেলে গোলাম আজম নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD