March 26, 2023, 2:44 pm
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে একটি আমবাগান থেকে সুজন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামের একটি আম বাগানের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সুজন উপজেলার মালগাঁও গ্রামের শামসুল হকের ছেলে।
নিহত সুজনের বাবা শামসুল হক জানান, একদিন ধরে নিখোঁজ ছিল সুজন। নিখোঁজের পরের দিন আজ দুপুরে তার মা আলিয়া বেগম বাড়ির পশ্চিম দিকে আম বাগানের একটি ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাীদের খবর দেয়। আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি আইনের কাছে বিচার চাই।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,পুলিশ লাশ উদ্ধার করেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।