March 22, 2023, 12:27 pm

পুলিশ পরিচয়ে বিয়ে করতে এসে শ্রীঘরে গেলেন প্রতারক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ পরিচয়ে বিয়ে করতে এসেছিল সে। এঘটনায় আরেক প্রতারক পালিয়ে গেছে। গ্রেপ্তার সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। রবিবার ১২ মার্চ দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। এর আগে শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে প্রতারক সোহেলকে গ্রেপ্তার করা হয়।

ওসি পলাশ চন্দ্র দেব বলেন, গ্রেপ্তার সোহেল রানা বেশ কয়েকমাস ধরে মোবাইল ফোনে পত্নীতলা উপজেলার দিবরদিঘী ইউনিয়নের মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেম সম্পর্কের ধারাবাহিকতায় শনিবার বিকেলে মেয়েকে দেখতে মেয়ের বাড়িতে আসেন সোহেল রানা। এসময় তিনি পুলিশের পোশাক পড়ে ছিলেন। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহজনক হলে থানা পুলিশকে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ এই বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, রবিবার সকালে আলমগীর হোসাইন বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে এদিন আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD