March 24, 2023, 9:24 am

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ তম বছর পেরিয়ে  ১৭ তম বছরে পদার্পণ করবে। তবে ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কর্মসূচী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের৷ ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচীর আয়োজন করা হয়েছে কিন্তু অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কনসার্টের আয়োজন না করায় ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক – সাংস্কৃতিক সংগঠনগুলোসহ শিক্ষক – শিক্ষার্থীরা।
আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিজেদের প্রতিক্রিয়া জানান। শিক্ষার্থীরা জানান, গত বছর করোনা প্রকোপের জন্য সীমিত আয়োজন হয়েছে, কিন্তু এ বছর আমাদের জন্য কেন এমন সাদামাটা আয়োজন। এমনকি কোনো ধরনের কনসার্টের ব্যবস্থাও রাখা হয়নি।
ক্ষোভ প্রকাশ করে প্রথম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর কোন প্রকার নবীনবরণ পাইনি। আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয় দিবসে একটা জাকজমকপূর্ন আয়োজন হবে। বড় বড় ব্র্যান্ড নিয়ে কন্সার্ট হবে কিন্তু সেটা থেকেও বঞ্চিত হতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যদি এত আর্থিক সংকট ভুগে তাহলে শিক্ষার্থীদের থেকে চাঁদ সংগ্রহ করলেই পারতো।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, পুরান ঢাকার মধ্যে আমাদের ক্যাম্পাস হওয়ায় এমনিতেই অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। এখন বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হলে এটি অত্যন্ত দুঃখজনক। এ প্রশাসনের আসলে কোন যোগ্যতা নেই তারা শুধু অজুহাত দিতে জানে কিন্তু কোন কাজ করতে পারে না।
এ বিষয়ে, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ বলেন, ব্যক্তিগত ভাবে আমিও চাই কনসার্ট হোক। কিন্তু এখন দেশের অর্থনৈতিক সংকটে কেউ স্পন্সর করতে আগ্রহী হচ্ছে না এবং এই মুহুর্তে বিশ্ববিদ্যালয় আর্থিক সংকটে আছে। তবে কনসার্টের আয়োজন করা হলে অনেক দর্শক আসবে, পুরো পুরান ঢাকা মেতে উঠবে যা এই ছোট ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও ঝুকির বিষয়। এসকল কারণেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দিয়েই অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে আনা হয় এবং ২০১৮ সালে কয়েকটি ব্যান্ড নিয়ে কনসার্ট হয়েছে। এরপর থেকে বিশ্ববিদ্যালয় দিবসগুলোতে কোনো কনসার্ট হয়নি। যা নিয়ে বরাবরই ক্ষোভ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
জবি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD