March 24, 2023, 9:43 am
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের প্লাটফরমে অ্যাম্পুল ইঞ্জেকশান বিক্রির সময় রমজান আলীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রমজান উপজেলার সান্তাহার পৌর শহরের হাসপাতাল কলোনীর শাহীন আলমের ছেলে। শুক্রবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, গোপন সংবাদে জানতে পারি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে জনৈক দিলদার আলমের বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ওই কারবারি মাদক বিক্রি করছে। সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান আলী দৌঁড়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস অ্যাম্পুল ইঞ্জেকশান পাওয়া যায়। গ্রেপ্তার রমজানের বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে। সম্প্রতি এভাবেই ফেরি করে বিক্রির সময় ২৩পিস অ্যাম্পুলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জেল থেকে বেরিয়ে এসে ফের সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
আদমদীঘি বগুড়া প্রতিনিধি