June 4, 2023, 11:24 pm

News Headline :
ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সা:আব্দুল আলিম ধুনটে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় নওগাঁয় চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ৩ নারীকে পিটিয়েছে শিক্ষিকা বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি মহাদেবপুরে হাত-পা বেঁধে পুুকুরে ফেলে হত্যা তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ হরিপুরে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন খাদ্য আমদানির প্রয়োজন হবেনা, রপ্তানির সম্ভাবনা দেখছি..খাদ্যমন্ত্রী ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার প্রস্তাবিত পর্যটন বাজেট প্রত্যাখান করেছে সম্মিলিত পর্যটন জোট

ফরহাদ নগর ইউনিয়ন, বনাম-টিপু চেয়ারম্যান

“ফরহাদ নগর ইউনিয়ন, বনাম-টিপু চেয়ারম্যান” |

অনুসন্ধানী রিপোর্টের সংক্ষিপ্ত জরিপে, ফরহাদ নগরের সাধারণ জনগণ টিপু চেয়ারম্যানের পক্ষে সাফাই গাইলেন। বল্লেন, আর যাই হোক,টিপু চেয়ারম্যান মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানেন।। প্রবাসী, গরিব, দুঃখী, অসহায়, মানুষ ও টিপু চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বল্লেন, করোনার ক্রান্তিকালে আমাদের চরম দুঃসময়ে, দিনের আলোতে, রাতের আধারে, করোনার মৃত্যুভয়কে উপেক্ষা করে, টিপু চেয়ারম্যান আমাদের পাশে ছায়ার মত এসে দাঁড়িয়েছেন। আমরা টিপু চেয়ারম্যনের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তবে কথা দিলাম, যতদিন বেঁচে থাকি, ততদিন সুখে দুঃখে টিপু চেয়ারম্যান এর পাশে থাকবো। অন্যদিকে, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও টিপু চেয়ারম্যানের সহযোগিতা এবং ভালোবাসার কাছে ঋণী বলে ব্যত্বয় প্রকাশ করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাজার কমিটির ২/১ জনের সাথে আলাপ করে জানতে পারলাম। “টিপু চেয়ারম্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু একজন টিপু চেয়ারম্যান কাগজে-কলমে তৈয়ার করার লোকের বড়ই অভাব। এলাকার উন্নয়নে টিপু চেয়ারম্যানের অগ্রণী ভূমিকা, বিগত চেয়ারম্যানদের তুলনায় বহুলাংশে বেশি, এমনটি মন্তব্য করলেন গ্রামবাসী ও সাধারণ জনগণ।

এম ডি করিম স্বপন

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD