March 24, 2023, 9:28 am

ফার্মেসীর আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, দস্পতি আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১১হাজার পিচ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নজিপুর পৌরএলাকার পুরাতন বাজার এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. নজরুল ইসলাম এর ছেলে মো. শাহীনুর ইসলাম শাহীন (৩৭) এবং তাঁর স্ত্রী মোছাঃ গুলশান আরা (৩০)। এদিন দুপুরে প পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রুমানা আফরোজ আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায়।

প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পত্নীতলা থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স পতœীতলা পুরাতন এলাকায় মেসার্স শাহীন মেডিক্যাল স্টোর এর প্রোপাইটার মো. শাহীনুর ইসলাম শাহীন এর বসতবাড়ি অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়িতে তল্লাশি করে ১০০মিঃগ্রাঃ এর ১১ হাজার পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এবং শাহীনসহ তাঁর স্ত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম যৌথ অভিযানে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

দম্পতি আটকের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD