March 25, 2023, 8:45 am
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুর, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,ইউপি চেয়ারম্যান এনামুল হক,২৯বিজিবির নায়েব সুবেদার মামুন শিকদার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।
এসময় শিক্ষক,পুলিশ,বিজিবি,আনছার সদস্য সহ কমিটির অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে সকলের উপস্থিতিতে ভোক্তা অধিকার এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।