March 25, 2023, 7:09 am

ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, সহকারী কমিশন (ভুমি) শামীমা আক্তার জাহান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভুইয়া,কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া,উপজেলা প্রকৌশলী মিজানুরবরহমান,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল,স্যানেটারী ইনেসপেক্টর জগদিস চন্দ্র মহন্ত,প্রধান শিক্ষক তোজাম্মেল হক প্রমুখ।

এসময় সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি,আনছার সদস্য সহ কমিটির অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর সেখানে সকলের উপস্থিতিতে ভোক্তা অধিকার এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD