March 25, 2023, 7:07 am

ফুলবাড়ীতে চুরি হওয়া গরুসহ এক যুবক আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি যাওয়া গরুসহ আসাদুজ্জামান তুষার (২০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

 

বিরামপুর থানা পুলিশের সহযােগীতায়
শনিবার বিকেলে বিরামপুর গরুর হাট থেকে গরুসহ ওই যুবককে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ। রোববার দুপুরে
তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশর হাতে আটক আসাদুজ্জামান তুষার ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিন কষ্ণপুর গ্রামের ছারাবুল আকন্দের ছেলে।
এঘটনায় গরুর মালিক রবিউল হাসান বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার দক্ষিন কষ্ণপুর গ্রামের রবিউল হাসানের বাড়ী থেকে একটি শাহিওয়াল জাতের এড়েঁ গরু, চুরি করে নিয়ে যায় একই এলাকার আসাদুজ্জামান তুষার। সেই গরু শনিবার বিকেলে বিরামপুর গরুর হাটে বিক্রি করার সময়, বিরামপুর থানা পুলিশর সহযাগীতায় গরুসহ তুষারকে হাতে-নাতে আটক করা হয়। এঘটনায় গরুর মালিক থানায় চুরির মামলা দায়ের করছেন।রোববার উদ্ধারকৃত গরু, মালিককে বুঝিয়ে দিয়ে তুষারকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD