March 25, 2023, 8:15 am

ফুলবাড়ীতে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে কৃষক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে অংশ নিতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে সরেশ চন্দ্র (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮ টায় পৌরএলাকার চাঁদপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরেশ চন্দ্র আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী চন্দ্রপুর গ্রামের ভগা ঠাকুরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহত সরেশ চন্দ্রের আত্মীয় সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায় ও সাধন চন্দ্র রায় বলেন, আত্মীয়’র অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকমথুরার উরমা গ্রামে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সরেশ চন্দ্র। যাওয়ার পথে পরিচিত একজনের মোটরসাইকেলে উঠেন তিনি। চাঁদপাড়া গ্রামে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান সরেশ চন্দ্র। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ জানান, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD