March 26, 2023, 4:13 pm

ফুলবাড়ীতে দুটি সেতুর নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে দুটি সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় উপজেলার শিবনগর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে দুটি সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড:মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এর মধ্যে শিবনগর ইউনিয়নের রামভাদ্রপুর লালঘাটে তিলাই নদীর উপর এলজিইডির সহযোগিতায় ২কোটি ৯৭লক্ষ টাকা ব্যায়ে ৫০মিটার একটি এবং অপরটি একই ইউনিয়নের পাঠকপাড়া মুচির ঘাটে তিন কোটি টাকা ব্যায়ে ৬০মিটার এই সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এতে দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের সেতুবন্ধন হতে যাচ্ছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু,দিনাজপুর এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী শাহেদুর রহমান,উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD