April 1, 2023, 10:32 pm
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্পন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে পতাকা উত্তোলন,কুচ-কাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,সাংবাদিগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।