March 26, 2023, 4:08 pm
দিনাজপুরের ফুলবাড়ীতে জামগ্রাম তরুণ সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আমবাড়ী রিফাত স্পটিং ক্লাবকে ট্রাইফিকারে ৪-৫ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমী।
ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনজু রায় চৌধুরী।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামানিক,কাজিহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)