March 26, 2023, 3:22 pm

ফুলবাড়ীতে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে রোকাইয়া সুলতানা (২৫) নামে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকায় নিজ বাড়ীর শয়নকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রোকাইয়া সুলতানা ওই এলাকার আব্দুল ওয়াহেদ মন্ডলের বড় মেয়ে। সে মাস্টার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার সময় রোকাইয়া সুলতানা তার মা ফঔজিয়া বেগম এর কাছে নাস্তা চেয়ে,নিজ শয়ন কক্ষে চলে যায়। এর কিছুক্ষণপর তাকে ডাকা-ডাকি করলে, সাড়া না পেয়ে,তার শয়ন কক্ষে গিয়ে দেখেন,ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানায়,সে মানষিক রোগে ভুগছিল।

 

বিষয়টি জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জনান, খবর পেয়ে মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকালে এবং উর্দ্ধতন কর্মকর্তার অনুমোতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হবে।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD