June 4, 2023, 11:33 pm

News Headline :
ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সা:আব্দুল আলিম ধুনটে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় নওগাঁয় চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ৩ নারীকে পিটিয়েছে শিক্ষিকা বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি মহাদেবপুরে হাত-পা বেঁধে পুুকুরে ফেলে হত্যা তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ হরিপুরে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন খাদ্য আমদানির প্রয়োজন হবেনা, রপ্তানির সম্ভাবনা দেখছি..খাদ্যমন্ত্রী ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার প্রস্তাবিত পর্যটন বাজেট প্রত্যাখান করেছে সম্মিলিত পর্যটন জোট

বগুড়ার প্রবীন সাংবাদিক মোজাম্মেল হক তালুকদারের ইন্তেকাল

অদ্য (৪ জুন) বগুড়ার খ্যাতিমান প্রবীণ সাংবাদিক  অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার ইন্তেকাল করেছেন।

মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের বড় ছেলে সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র বড় ভাই অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার আজ সকাল সাড়ে ১১ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)
মৃতকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর এ সুদীর্ঘ কর্মজীবনে তিনি ছিলেন সরকারী শাহসুলতান কলেজের অধ্যাপক, খ্যাতিমান সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন, এছাড়াও তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ, দৈনিক করতোয়া, দৈনিক উত্তরাঞ্চল সহ বিভিন্ন গনমাধ্যমে যথেষ্ট সুনামের সহিত কর্মরত ছিলেন।
তিনি দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। বর্তমানেও তিনি দৈনিক উত্তরকোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন এবং রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, এফপিএবি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বগুড়া জেলার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও  বগুড়া ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD