April 2, 2023, 12:02 am

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

বগুড়ায় চাঞ্চল্যকর শিশু ফাইিম হত্যার আসামি গ্রেপ্তার

বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর শিশু ফাহিম ফয়সাল শিশির (১৬) এর হত্যাকান্ডের সাথে জড়িত ০৩ জন আসামীকে গ্রেফতার।

৯ অক্টোবর সকাল অনুমান ৮ ঘটিকার সময় মামলার বাদী মোছাঃ জান্নাতী খাতুন শাপলা জানতে পারেন যে, শাজাহানপুরের সাজাপুর ফকিরপাড়া গ্রামের বানারশি মাঠের মধ্যে জনৈক মোঃ আতোয়ার, ছানোয়ার ও মকবুল হোসেন এর কচুক্ষেতের জমির মাঝখানে থাকা ড্রেনের মধ্যে বাদীর ছেলে ফাহিম ফয়সাল শিশির এর মৃতদেহ পড়িয়া রহিয়াছে।

 

তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে বাদী তার ছেলেকে শনাক্ত করেন। তার ছেলের পরনে একটি কালো রংয়ের জিন্স প্যান্ট ছিল যা বেল্ট লাগানো এবং পাশে তার রক্তামাখা জামা দেখতে পান। ভিকটিমের মৃতদেহের বুকের ডান পাশে “ঘ” ও বাম পাশে “ঝ” মাটি দ্বারা লিখা ছিল এবং গলায় ০৮ টি ছিদ্র, বুক ও পেটে ৩৩ টি ছোট ছিদ্র, পিছনে ঘারের উপর ০১ টি কাটা যাহার একপাশে গর্ত, বাম হাতের ডানার নিচে ০২ টি কাটা ছিদ্র, বাম বগলে ৪ ইঞ্চি নিচে ০১ টি ছিদ্র, পিঠের বামপাশে ০২ টি ছিদ্র, পিঠের ডান পাশে ০৩টি ছিদ্র, বাম হাতের শাহাদৎ আঙ্গুলি এবং মধ্যঙ্গুলির নিচের তালু অনুমান ০২ ইঞ্চি কাটা, পাছায় ডান পাশে ০৩ টি ছিদ্র, বাম পায়ের উরুতে ০২ টি ছিদ্র সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল।

এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় হত্যা মামলা রুজু হইলে তাৎক্ষনিক বগুড়া জেলার পুলিশ সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম, ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বগুড়া জনাব মোঃ শরাফত ইসলাম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শাজাহানপুর থানা এর নেত্বত্বে একটি চৌকস টিম তাৎক্ষণিক এজাহারনামীয় আব্দুল্লাহ আল মামুন (২৫), পিতা- মৃত রোস্তম আলী আকন্দ, সাং- সাজাপুর উত্তর ফকিরপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া, ওমর আলী (২২), পিতা- মোঃ নূর আলম, সাং- বেতগাড়ী, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞা আদালতে সোপর্দ্দ করা হয়।

 

এছাড়াও ঘটনার দিন হইতে পলাতক অত্র মামলার মূল সন্দিগ্ধ আসামী মোঃ নাহিদ হাসান (২৬), ঘটনার পর হইতে এলাকা ত্যাগ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে । গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/১০/২০২২ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার ঢাকা তেঁজগাও শিল্পাঞ্চল থানাধীন কুসুমবাগ নামক এলাকা হতে শাজাহানপুর থানার একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামী নাহিদ তার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রেরণ করেন।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন (২৫), পিতা- মৃত রোস্তম আলী আকন্দ, সাং- সাজাপুর উত্তর ফকিরপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া ওমর আলী (২২), পিতা- মোঃ নূর আলম, সাং- বেতগাড়ী, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া নাহিদ হাসান (২৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- চকজোড়া হাজিপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাতে ধৃত আসামী নাহিদ জানায় যে, অত্র মামলার ভিকটিম ফাহিম ফয়সাল শিশির ও আসামীগণ পরস্পর পূর্ব পরিচিত এবং একই সাথে চলাফেরা করে। ফাহিম ফয়সাল শিশির এর একটি মোটরসাইকেল আছে। এই মোটরসাইকেল টি নিয়া সে দ্রুতগতিতে এলাকায় চলাফেরা করত এবং এলাকার মানুষের বিরক্তি সৃষ্টি করত। অত্র মামলার পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সহিত ভিকটিম ফাহিমের চাচা ও দাদার জমিজমা নিয়া পূর্ব হইতে বিরোধ ছিল। গ্রেফতারকৃত আসামী ওমর আলী ভিকটিম ফহিমের সবচেয়ে কাছের বন্ধু। ঘটনার কিছুদিন পূর্বে ভিকটিম ফহিম আসামী ওমর আলীকে চোর সাব্যস্ত করে তার বন্ধু বান্ধব দ্বারা ভিকটিম ফাহিম আসামী ওমর আলীকে মারপিট করে। ঘটনার কিছুদিন পূর্বে ভিকটিম ফাহিম আসামী নাহিদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়া শহরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ ৫,০০০/- টাকা জরিমানা করে। ফাহিমের কাছে ৩,০০০/- টাকা থাকায় অবশিষ্ট ২,০০০/- টাকা আসামী নাহিদের নিকট হতে ধার নেয়। পরবর্তীতে আসামী নাহিদ ফাহিমের কাছে উক্ত ২,০০০/- টাকা চাইলে, ভিকটিম ফাহিম ধৃত আসামী নাহিদকে বলে “টাকা কি গাছের গোটা, চাইলেই পাওয়া যায়” এ কথা শুনার পরে আসামী নাহিদ ভিকটিম ফাহিমের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার আগের দিন ইং ০৮/০৮/২০২২ ইং তারিখ মহরমের দিন ছিল। ঐ দিন পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামী ১। মোঃ আব্দুল্লাহ আল মামুন, ২। মোঃ ওমর আলী, ৩। মোঃ নাহিদ হাসান গণ একত্রিত হয়ে ভিকটিম ফাহিমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার ছক মোতাবেক আসামী ওমরের দায়িত্ব ছিল ভিকটিমকে বাড়ি হতে ডেকে নিয়ে শাজাহানপুর থানাধীন সাজাপুর ফকিরপাড়া গ্রামের বানারশি মাঠের মধ্যে নিয়া আসবে এবং পূর্ব হতে উক্ত স্থানে অপর দুইজন আসামী অবস্থান করিবে। পূর্ব পরিকল্পনা মোতাবেক ০৯/০৮/২০২২ ইং তারিখ রাত্রী অনুমান ০০.৩০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন সাজাপুর ফকিরপাড়া গ্রামের বানারশি মাঠের মধ্যে জনৈক মোঃ আতোয়ার ও ছানোয়ার, উভয় পিতা- মকবুল হোসেন এর কচুক্ষেতের জমিতে নিয়ে আসে। তখন আসামীগণ ভিকটিম ফাহিমকে মদ পান করিয়ে অবস্থান করতে থাকে। একপর্যায়ে আসামী ওমর ভিকটিম ফাহিমের শার্ট খুলে তার মুখ বেঁধে, হাত দুইটি পিছন দিকে ধরে। সকল আসামীগণ ধারালো চাকু দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে অসংখ্য আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মৃতদেহ কচুক্ষেতের জমির মাঝখানে থাকা ড্রেনের মধ্যে ফেলে রেখে চলে যায়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD