March 25, 2023, 7:18 am

বগুড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আমিনুল ইসলাম লালু (৪৫) কে খুলনা খালিশপুর থেকে গ্রেফতার করেছেন বগুড়া সদর থানা পুলিশ।

সাজাপ্রাপ্ত আসামী বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চান্দুপাড়া গ্রামের ইয়াদ আলীর পুত্র। বগুড়া সদর থানার সার্কেল এসপি মোঃ সরাফত ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম সিদ্দিকী’র সার্বিক দিক নির্দেশনায় থানার এস আই জাকির আল আহসান সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উক্ত আসামীর ব্যবস্থাপনা পরিচালক এমডি বগুড়া ট্রেডিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের নামে প্রথমে তিনি এলাকায় একটি সার কারখানা পরবর্তীতে পাথর ব্যবসা, এয়ারলাইনস ট্রাভেলিং এজেন্সি ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা করতেছিল খুলনা, ঢাকা ফরিদপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়।

উক্ত আসামি সাবগ্রাম ইউনিয়ন হতে গত ২০০৯ সালে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিল এবং নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেছিল।

নির্বাচনে পরাজয়ের পর অনেক টাকা ক্ষতির সম্মুখীন হয়, পরবর্তীতে ওই ব্যবসাগুলো সঠিকভাবে পরিচালনা করতে না পারায় দেড় কোটি টাকা প্রতারণা করে ২০১০ সালে তিনি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান তার বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা দায়ের করেন।

ঐ মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করেন এবং ১৫ টি মামলা তার বিরুদ্ধে এখনো চলমান রয়েছে।

সদর থানার এস আই জাকির আল আহসান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা খালিশপুর এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করে সদর থানায় নিয়ে এসে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD