June 6, 2023, 11:21 pm
নিজস্ব সংবাদাতাঃবগুড়া জেলা সদরে করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা নাটাইপাড়ার প্রবেশদ্বার এসপি ব্রিজের পুর্বপাশে ব্যারিকেড দিয়ে লকডাউন করেছে জেলা প্রশাসন।
বগুড়া ২২ জুন বেলা বারটার সময় করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে চেলোপাড়া নাটাই পাড়া বক্সিবাজার বগুড়া জেলার মধ্যে শীর্ষে অবস্হান করায় বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান। চেলোপাড়া,নাটাই পাড়ার প্রবেশদ্বার এসপি ব্রিজের পুর্ব পাশে ও মালতিনগর বক্সিবাজার প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে কার্যতঃ লকডাউন করেন।
এসময় তিনি বলেন, আমরা স্বাস্হ্যবিধি না মেনে চলাফেরা করায় আমাদের পারস্পারিক সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে সকলকে স্বাস্হ্য বিধি মেনে চলতে হবে।