March 24, 2023, 9:26 am

বদলগাছীতে পোনা অবমুক্তকরণ

নওগাঁর বদলগাছীতে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় প্লাবন ভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।

উপজেলার ২২ হেক্টর জমির ১১ টি পুকুর ও জলাশয়ে মোট ৩৫৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা মহফুজ উল হক, ক্ষেত সহকারী আব্দুল বারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী ও মৎস্যচাষীরা।

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD