admin
- Thursday, November 10, 2022 / 91 বার পঠিত

আনিচুর রহমান হানিফ,বাঁশখালী চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত এক মাদক কারবারীকে আটক করেছেন বাঁশখালী থানা পুলিশ।
বুধবার রাত্রে উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও কারীগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এ মাদককারবারীকে আটক করে পুলিশ। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে ৭ বছরের সাজাপ্রাপ্ত দুটি গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭টি মামলা রয়েছে বলে জানা যায়। আটকৃত মাদককারবারী ওই এলাকার মো: ইউনুসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সাধনপুর ইউপির পুর্ব বৈলগাঁও গ্রামের কারীগর পাড়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র বেচা-কিনা করে আসছিলো। মাদক আস্তানা গড়ে তুলার পরিপ্রেক্ষিতে গত ১৯অক্টোবর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সমন্বয়ে অভিযান পরিচালনা করে তার মাদক আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। সেই থেকে চিহ্নিত মাদক কারবারী সাইফুল গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল। বুধবার রাতে সে পুনরায় এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের আসর বসিয়েছে খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। প্রথমে অভিযানে মাদকসহ তাকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে তার বাড়ীতে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের বিশেষ টিম। এ সময় অভিযানকারী দল তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে পলিথিন মোড়ানো অবস্থায় একটি দেশিয় তৈরী এলজি ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
এ বিষয়ে থানা পুলিশের ওসি মো: কামাল উদ্দীন বলেন, আটককৃত সাইফুল একজন চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারী। বুধবার রাতে তাকে গুলিসহ আটক করা হয়।